ব্লগারদের জন্য প্রয়োজনীয় টুলস
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টেকনোলজির দুনিয়ায় সবার হাতে মোবাইল ও নানা জাতীয় ক্যামেরা ডিভাইস রয়েছে।
তাই আমরা অনেকেই মজার ছলে কিংবা প্রফেশনাল ভাবে মোবাইলের ক্যামেরা বা বিভিন্ন রকম ক্যামেরা দিয়ে ভ্লগ করে থাকি। তাই আজকে আমরা আটটি ব্লগিং টুলস দেখানোর চেষ্টা করব যা দিয়ে আপনার ব্লগিং এক্সপেরিয়েন্স অনেক উন্নত হবে আশা করি।
রক্ত নিয়ে বিস্তারিত জানুন (পর্ব-১)
চেস্ট স্ট্রাপ মাউন্ট হোল্ডার ফর স্মার্ট ফোন
দুনিয়ায় আমাদের সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে। বর্তমানে কমবেশি সব স্মার্টফোনের ক্যামেরা তুলনামূলকভাবে অনেক ভালো। বেশিরভাগ মানুষের কাছে ক্যামেরা বা একশন ক্যামেরা না থাকায় অনেকে নিজের হাতে মোবাইল ফোন দিয়ে ভ্লগ করে থাকি।
তাদের জন্য অন্য রকম উপকারী টুলস হচ্ছে চেস্ট মাউন্ট হোল্ডার। এটি দিয়ে মোটো ব্লগিং ট্যুর ব্লগিং সহ সবধরনের ব্লগিং করা যাবে। এটি দিয়ে অনেক স্ট্যাবল ভিডিও আউটপুট হিসেবে পাওয়া যায়। এছাড়াও এটিতে একশন ক্যামেরা ব্যবহার করা যাবে। গলার সাথে সহজে আটকানো যায় যার কারণে অনেকের পছন্দের তালিকায় রয়েছে এটি।
হেড মাউন্ট
দিনদিন একশন ক্যামেরা জনপ্রিয়তা বাড়ছে সবাই একসঙ্গে ক্যামেরার প্রতি ঝুঁকছে। পরিষ্কার ফুল HD এবং 4k পর্যন্ত ভিডিও রেকর্ড করার সক্ষম একশন ক্যামেরা গুলি। ট্রাভেল ট্যুরের অনেকের নিত্যসঙ্গী এই একশন ক্যামেরা।
রক্ত নিয়ে বিস্তারিত জানুন (পর্ব-১)
ক্যামেরা হাতে রেখে যে ভিডিও পাওয়া যায় তার থেকে অনেক ভালো ভিডিও পাওয়া যায় হেড মাউন্টেড লাগিয়ে ভিডিও করলে। একজন মানুষ তার চোখে যেমন ভাবে কোন কিছু দেখে ঠিক একইভাবে ক্যামেরায় ভিডিও হয়। তাই একশন ক্যামেরা ব্যবহারকারীদের জন্য অনেক উপকারী ও দরকারি টুলস।
বয়া m1
ব্লগিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাউন্ড। এই সাউন্ড যার যত ভালো তার ভিডিও কোয়ালিটি তত ভালো। তাই সবাই আমরা চাই একটা ভালো সাউন্ড সেটআপ ইউজ করতে ব্লগিংয়ের ক্ষেত্রে। এতে অনেক কিছু নজর দেওয়া প্রয়োজন যেমন ভয়েসে যাতে নয়েজ না আসে এবং তার সাথেই সাউন্ড যেন crystal-clear হয়।
সাউন্ড crystal-clear হলে তার ভিডিও মেকিং অত্যন্ত ভালো হয় এক্ষেত্রে সব ইউটিউবার বা সব ব্লগারদের ক্ষেত্রে অনেক বেশি পছন্দের একটা সাউন্ড সেটাপ হচ্ছে বয়া m1। বয়া হচ্ছে একটি অন্যতম শীর্ষ জনপ্রিয় ব্র্যান্ড যারা খুব ভালো ভালো সাউন্ড সেটআপ দিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে দামে কম ওদের সাউন্ড সেটআপ হচ্ছে বয়া m1, এবং এটি খুব জনপ্রিয়।
অক্টোপাস মোবাইল স্ট্যান্ড
চার নাম্বারে আমরা রেখেছি একটি মোবাইলের স্ট্যান্ড কে যাকে অক্টোপাস মোবাইল স্ট্যান্ড বলা হয়।ব্লগিংয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যেতে হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড গুরুত্বপূর্ণ কারণ মোবাইল বা একশন ক্যামেরা আমরা নিজেদের হাতে ধরে রাখতে পারি না এতে কি ভিডিও ফুটেজটা কাপাকাপা আসে।
এর একটি সলিউশন হচ্ছে স্ট্যান্ড। স্ট্যান্ড এর একটি বিশেষত্ব রয়েছে এটি তিনটি পা ই বাকানো যায় যার কারণে এটি সাইকেল বা কোন গাছ বা কোন স্তম্ভের সাথে এটাচ করে লাগিয়ে রাখা যায় মানে এটি যেকোন জায়গায় এটাচ করা যায়।
রক্ত নিয়ে বিস্তারিত জানুন (পর্ব-2)
একই রকম দেখতে আরো অনেক ধরনের স্ট্যান্ড রয়েছে অনেকগুলো স্ট্যান্ড রয়েছে যার পাগুলো সোজা, সম্পূর্ণ প্লাস্টিক ব্লিড। এছাড়া বাজার আরো অনেক ধরনের স্ট্যান্ড পাওয়া যায় লম্বা বাটি খাটো তা আপনারা আপনাদের চয়েস মত কিনে নিবেন।
সেলফি স্টিক উইথ স্ট্যান্ড
এখানে যা দেখতে পাচ্ছেন এটি একটি সেলফি স্টিক এবং এটি একটি স্ট্যান্ড। এটির বৈশিষ্ট্যের কারণে এটি অনেকের পছন্দের শীর্ষে অবস্থান করছে। এতে মাল্টিফাংশন কাজ করা যায়। যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন।
আবার চাইলে এটিকে স্ট্যান্ড হিসেবে স্ট্যান্ড সেলফি স্টিক ব্যবহার করতে পারেন। যদি কেউ সেলফি স্টিক ব্যবহার করতে চান তাহলে এটি দিয়ে অনায়াসে করতে পারবেন। আর যদি কেউ শুধুমাত্র স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে চান তাও এটির মাধ্যমে অনায়াসে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
এটি সবচেয়ে বড় দিক হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথের মাধ্যমে সাউন্ড ক্যাপচার করা যায় এবং ভিডিও ক্যাপচার করা যায়। এর জন্য একটি ডেডিকেশন ব্লুটুথ সুইচ থাকে। যারা মোবাইল দিয়ে ব্লগিং করতে চান তাদের জন্য একটি আদর্শ সেলফি স্টিক বা আদর্শ স্ট্যান্ড হিসেবে কাজ করতে পারে।এটি কেনার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
মাউন্ট ফর একশন ক্যামেরা
ছবিতে যে বস্তুটি দেখতে পাচ্ছি তা হচ্ছে মাউন্ট ফর একশন ক্যামেরা। এটি অনেক জনপ্রিয় মাউন্ট যা একসন ক্যামেরার জন্য অনেক প্রয়োজনীয়। এটি পানিতে ভাসে বিদায় অনেকের পছন্দের শীর্ষে অবস্থান করছে। যেকোনো একশন ক্যামেরায় এটি লাগানো যায়। এবং এটি দিয়ে অনেক স্ট্যাবল ভিডিও পাওয়া যায়।
মোনোপোড ফর একশন ক্যামেরা
এটিকে বলা হয় মনোপোড। এটি একটি একশন ক্যামেরা ট্রাইপড ও স্টেন্ড , এটি তিন ধরনের কাজ করে, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন।এটিকে অনেকে all-in-one সলিউশন বলেন।
এটি দিয়ে সিনেমাটোগ্রাফি এবং টুর ব্লগিং সহ অনেক ব্লগিং করা যায়। এতে অনেক স্ট্যাবল ভিডিও পাওয়া যায়। আলাদা আলাদা স্ট্যান্ড বা ট্রাইপয়েড না কিনে এটি কিনা হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক কাজ। এরমধ্যে গোপ্রোর একটি পোডাক্ট রয়েছে। গোপ্রো ব্র্যান্ডের নাম শোনেননি এমন লোক খুব কমই রয়েছে। গোপ্রো হচ্ছে একশন ক্যামেরা জন্য বিশেষায়িত একটি প্রতিষ্ঠান।
রক্ত নিয়ে বিস্তারিত জানুন (পর্ব-৩)
যা আমাদেরকে উপহার দিয়েছে অনেক ভালো মানের একশন ক্যামেরা। যাদের একশন ক্যামেরা রয়েছে যারা ট্রাইপয়েড কিনতে চান বা বিভিন্ন টুলস কিনতে চান আমার মতে এটি একটি যুগান্তকারী টুলস যা আপনাকে all-in-one সলিউশন দিবে।
ওয়াটার ব্যাগ
এটি হচ্ছে একটি মোবাইল ওয়াটার ব্যাগ। আপনারা যারা মোবাইল দিয়ে ব্লগিং করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টুলস। কারণ এটি এমন একটি টুল যা দিয়ে আপনি আপনার মোবাইলকে সুরক্ষিত রেখে পানির নিচেও ভিডিও করতে পারবেন।
আজকাল আমাদের সবার হাতে রয়েছে স্মার্টফোন। তাই আমরা শখের বশে বা প্রফেশনাল ভাবে স্মার্টফোনটি দিয়ে ব্লক করার চেষ্টা করে থাকে। বিভিন্ন একশন ক্যামেরা ওয়াটারপ্রুফ হওয়া সত্ত্বেও আমাদের বেশীরভাগ মোবাইল ওয়াটারপ্রুফ নয়।
তাই আমরা আমাদের সাধের ফোনটি দিয়ে পানির নিচে ভিডিও ধারণ করতে পারিনা। তার জন্য গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে এই ওয়াটার ব্যাগ। এর মাধ্যমে আমরা পানির নিচে খুব ভালো ভিডিও পেতে পারি।
রক্ত নিয়ে বিস্তারিত জানুন (পর্ব-১)